স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :
কার্তিক পুর গীতা নৈতিক শিক্ষা নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠেয় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), ফটিকছড়ি উপজেলা সংসদ’র অধীনস্থ বাগীশিক দাঁতমারা ইউনিয়ন সংসদ এর আওতাধীন কার্তিক পুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদ আয়োজিত অভিভাবক সমাবেশ ও সংগীত সরঞ্জাম বিতরণ গত ২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পৃষ্ঠপোষক ও কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন এর সিনিয়র সহসভাপতি শ্রী নান্টু কুমার দে (রাজু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি, গীতা প্রাণ ব্যক্তিত্ব শ্রী মানস চক্রবর্তী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক পাইনন্দং ইউনিয়ন সংসদের সাবেক সফল সভাপতি ও বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক পৌরসভা সংসদের সভাপতি ও ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী রনজিত চক্রবর্তী। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক দাঁতমারা ইউনিয়ন সংসদের সম্মানিত সভাপতি শ্রী বাবুল দেব।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সংসদের প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী ঋত্বিক দাশ ডালিম, বাগীশিক দাঁতমারা ইউনিয়ন সংসদের উপদেষ্টা ও বিশিষ্ট গীতাপাঠক শ্রী চন্দন কর্মকার, দাঁতমারা ইউনিয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী সমির কান্তি দাশ, গীতা প্রাণ ব্যক্তিত্ব শ্রী মিলন কান্তি দাশ, প্রচার সম্পাদক শ্রী সুভাষ নম: সহ গীতা স্কুলের অভিভাবক, গীতা স্কুল পরিচালনা পরিষদের সকল সদস্য, উপদেষ্টা ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন কার্তিক পুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের শিক্ষার্থী শ্রী দুর্জয় মহাজন। স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী সঞ্জয় মহাজন। এ সময় গীতা স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরে কার্তিকপুর এলাকাবাসীর পক্ষে বক্তব্য প্রদান করেন শ্রী রুবেল দে, সুভাষ মহাজন ও শেলী মহাজন।